Lalon University of Science & Arts, Kushtia

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ

views April 14, 2025

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ
বাংলা নববর্ষ ১৪৩২ ও ১লা বৈশাখ উপলক্ষে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল খালেক (প্রাক্তন অধ্যাপক, কুষ্টিয়া সরকারী কলেজ)। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন মোঃ হাসানুজ্জামান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক নিবীড় কান্তি ঘোষ, বিবিএ ইন ব্যাংকিং এন্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বিপ্রজিৎ কুমার বিশ্বাস, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মজিবর রহমান, জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও প্রক্টর সাব্বির হাসান চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. রমজান আলী ও ডেপুটি এক্সাম কন্ট্রোলার বিশ্বজিৎ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ইমাম মেহেদী এবং বিবিএ ইন ব্যাংকিং এন্ড ফাইন্যান্স বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস নীলা ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।