সতর্কীকরণ বিজ্ঞপ্তি
লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের নাম এবং লোগো ব্যবহার করে বিভিন্ন ফেক ওয়েবসাইট এবং ফেসবুক আইডি খুলেছে। এই ফেক প্ল্যাটফর্মগুলোতে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন্ করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ফেক ওয়েবসাইট এবং ফেসবুক আইডি/পেজ থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ বা লেনদেন করলে এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।
এছাড়াও কিছু ব্যক্তি লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ভুয়া সার্টিফিকেট বিক্রি করার বিজ্ঞাপন প্রচার করছে, যা সম্পূর্ণভাবে অবৈধ এবং প্রতারণামূলক। এই ধরনের কার্যকলাপ থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য এবং কার্যক্রমের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমেই তথ্য যাচাই করুন।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট: www.lusa.ac.bd
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ: www.facebook.com/lalonuniversity
বিশ্ববিদ্যালয়ের নামে ফেক ওয়েবসাইট: www.lusabd.org
কোনো ফেক ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম বা প্ল্যাটফর্ম শনাক্ত হলে, দয়া করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন।
বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও নির্ভরযোগ্য তথ্য প্রচারে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া