জুলাই স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
views
July 24, 2025

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় “জুলাই স্মরণ” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য এবং লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান,লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মোঃ হাসানুজ্জামান ও কুষ্টিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক মোঃ অাব্দুল খালেক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও এ অঞ্চলের জুলাই যোদ্ধা সায়েম আহমেদ, মোঃ ইসমাইল হোসাইন রাহাত, এস কে সাজ্জাত, রাকিবুল ইসলাম ও আসিফ আল সজীব এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

জুলাই স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল